উশুতে ছেলেদের চ্যাম্পিয়ন সেনাবাহিনী, মেয়েদের আনসার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বঙ্গবন্ধু জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও নারী বিভাগে সেরা বাংলাদেশ আনসার।
আজ (৩০ জানুয়ারি) রোববার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত চার দিনব্যাপী খেলা শেষে বাংলাদেশ সেনাবাহিনী ৭টি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার পেয়েছে ১১ স্বর্ণ, ৭ রৌপ্য ও ১ ব্রোঞ্জ।
পুরুষ বিভাগে রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ৬ স্বর্ণ ও চারটি করে রৌপ্য ও ব্রোঞ্জ। নারী বিভাগে রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ৯ স্বর্ণ, ৮ রৌপ্য ও ৩ ব্রোঞ্জ।
পুরুষ ও নারী দুই বিভাগে ১৭টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ৫ টি ব্রোঞ্জ জিতে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে বাংলাদেশ আনসার। অন্যদিকে ১৬টি স্বর্ণ, ১৫টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জপদক জিতে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
খেলা শেষে উশু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এমপি। এ সময় ফেডারেশনের সভাপতি আবদুস সোবহান গোলাপ ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন।