অপূর্বর প্রেমকাহিনি আসছে ভালোবাসা দিবসে
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আসছে ভালোবাসা দিবসে পাওয়া যাবে রোমান্টিক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। আর তার অন্যতম কাজ হিসেবে আসবে ‘উড়ছি তোমার প্রেমে’। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অপূর্বের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী কেয়া পায়েল।
এরই মধ্যে শুটিং শেষও হয়েছে। আর প্রকাশিত হয়েছে ‘উড়ছি তোমার প্রেমে’র টাইটেল সংও। শুধু টাইটেলই নয়, নাটকে থাকছে গানের প্রাধান্য। কারণ এর গল্পটা একজন গায়কের। যে ভূমিকায় দেখা যাবে অপূর্বকে। নাটকে পায়েলকে প্রেমের প্রস্তাব দেবেন তিনি।
পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, ‘আমি খুবই টেনশনে আছি। কারণ নাটকটি নিয়ে দর্শকের যে পরিমাণ আগ্রহ তাতে আমি বেশ নার্ভাস। যত বেশি আগ্রহ, তত বেশি চাপ।’
অপূর্ব বলেন, ‘দর্শকের আগ্রহ থাকলে কাজটি করে শান্তি পাওয়া যায়। আমি আমার ভক্ত ও দর্শকদের বলতে চাই- আমাকে আপনারা যেমন রোমান্টিক মুডে দেখতে চান, এই নাটকটিতে সেভাবেই পাবেন। আশা করি, কেউ নিরাশ হবেন না।’
‘উড়ছি তোমার প্রেমে’তে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ আলী সুজন, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ।
জাকারিয়া সৌখিন জানালেন, নাটকটি ভ্যালেন্টাইনে সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।