সরস্বতী পূজা পরিদর্শন করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র নেতৃবৃন্দ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ শনিবার (০৫ ফেব্রুয়ারি ২০২২) সকাল ১১টায় চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডে লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের নিজ গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা পরিদর্শন ও আয়োজক কমিটির সাথে মতবিনিময় করেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, নির্বাহী সদস্য সংগীতশিল্পী কালীপদ দাস, রত্না নাথ (জয়া) গোপাল চন্দ্র দাস, বিশুতোষ দাশ, সুমন দাস, অসীম দাস, তুষার দাস, রাজেশ দাস, কানুরানী সাহা, রুম্পা সাহা, রিত্তিকা সাহা প্রমূখ।