South east bank ad

ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করালেন মিশা

 প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আপিল বোর্ডের সিদ্ধান্তে গতকাল শনিবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

অনুযায়ী গতকাল (৬ ফেব্রুয়ারি) রোববার ইলিয়াস কাঞ্চন ও নিপুণসহ শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা শপথ নেন। বিকেল সাড়ে ৫টায় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) খোলা প্রাঙ্গণে শপথ অনুষ্ঠান হয়। তবে সেই অনুষ্ঠানে আসেননি আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রার্থিতা বাতিল হয়ে সাধারণ সম্পাদক পদ হারানো জায়েদ খান।

জায়েদের প্যানেলের সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর অনুষ্ঠানে উপস্থিত থেকে বিস্ময় তৈরি করেছেন। অবশ্য অভিনেতা আলমগীর একে দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। মিশা নিজেই উপস্থিত থেকে সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করেন। পরে ইলিয়াস কাঞ্চন নির্বাচিত বাকি সদস্যদের শপথ পাঠ করান। আসেননি ডিপজল, রুবেল, মৌসুমীসহ অন্যরাও।

এদিকে, জায়েদ খানের প্যানেলের কেউ উপস্থিত না হওয়ায় গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। কেউ কেউ বলছেন, মামলা করবেন জায়েদ। অবশ্য এই নায়কও এমনটাই জানিয়েছেন। অন্য পক্ষ বলছে, জায়েদ নতুন করে শপথের আয়োজন করতে যাচ্ছেন। যার ফলে শিল্পী সমিতির এই শপথ এখন মুখরোচক সূচিতে পরিণত হয়েছে।

শপথ নেওয়া নতুন এই কমিটি দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পীদের নেতৃত্ব দেবে। আর শপথের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিতরা।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। তবে পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ তোলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার নির্বাচনের আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করায় নিপুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তবে নিপুণের বিজয় মেনে নিতে নারাজ জায়েদ খান।

BBS cable ad

বিনোদন এর আরও খবর: