South east bank ad

বিক্রয় ডটকম ও আনোয়ার ল্যান্ডমার্কের মধ্যে চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০১৮, ১২:০০ পূর্বাহ্ন   |   হাউজিং

বিক্রয় ডটকম ও আনোয়ার ল্যান্ডমার্কের মধ্যে চুক্তি স্বাক্ষর
অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আনোয়ার ল্যান্ডমার্ক লি. প্রোপার্টি ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে গ্রাহকরা বিক্রয় ডট কম-এর মাধ্যমে আনোয়ার ল্যান্ডমার্ক লি. থেকে ফ্ল্যাট বুকিং দিলে, প্রত্যেক বুকিং-এ ফ্রি পাবেন একটি ১৪ কি.গ্রা. ধারণ ক্ষমতাসম্পন্ন হোয়ার্লপুল ওয়াশিং মেশিন। রাজধানীর মতিঝিলে অবস্থিত আনোয়ার ল্যান্ডমার্ক লি.-এর হেড অফিসে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর করা হয়। অফারটি উপভোগ করা যাবে এ বছরের ৩০ এপ্রিল পর্যন্ত। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর হেড অব প্রোপার্টি এন্ড ভেহিকেলস ইসা আবরার আহমেদ, হেড অব প্রোপার্টি ইমদাদুল হক মবিন, আনোয়ার ল্যান্ডমার্ক লি.-এর এক্সিকিউটিভ ডিরেক্টর অব মার্কেটিং এন্ড সেলস ও সিএসডি এ কে এম শাহাদাৎ হুসেইন মজুমদার, সিনিয়র জেনারেল ম্যানেজার অব মার্কেটিং এন্ড সেলস হক ফয়সাল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অব মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন রফিকুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অব ব্র্যান্ড মার্কেটিং রাসেল আহমেদ। বিক্রয় ডট কম-এ আনোয়ার ল্যান্ডমার্ক লি.-এর প্রোপার্টি তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুকিং দিতে ভিজিট করুন-http://bikroy.com/en/shops/anwar-landmark
BBS cable ad

হাউজিং এর আরও খবর: