সেনাবাহিনীকে সার্জিক্যাল মাস্ক দিল রূপায়ণ গ্রুপ
বাংলাদেশ সেনাবাহিনীকে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে মাস্ক সরবরাহ করা হয়। গত বৃহস্পতিবার রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুলের পক্ষে ৫০ হাজার সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন। সেনাবাহিনী প্রধানের পক্ষে আর্মড ফোর্সেস মেডিকেল স্টোরস ডিপো (এএফএমএসডি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মশিউল মুনির মাস্কগুলো গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ।
করোনা ভাইরাস সংকট নিরসনে শুরু থেকেই কাজ করছে দেশের আবাসন শিল্পের শীর্ষ প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ। এর আগে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল কোম্পানির পক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা অনুদান প্রদান করেন।
এছাড়াও রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় ২৫ হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।