South east bank ad

শামীম আহমেদ এর কবিতা “মূল্যহীন স্বাধীন জীবন”

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

“মূল্যহীন স্বাধীন জীবন”

শামীম আহমেদ

রহিম চাচার বাড়ীটা দখল হয়েছে,তিন মাস হতে চললো,
এলাকাটা নাকি ছেড়ে যেতে হবে কান কাটা বাবু বললো।
মোড়ের মাথায় চা বেঁচে সবার প্রীয়, আবুল কাকা,
বড় মেয়ে এক মাস হলো এসেছে গায়ে, আগে ছিল ঢাকা ।
রাজনীতি করে টেরা মাসুদ, এলাকার মানুষ ভয় পায়,
আবুল কাকার মেয়েটা সুন্দর টেরা মাসুদ তারে চায় ।
তিন ধরে দলবল নিয়ে ঘুরেছে আসে পাশে,
বলে বেড়াচ্ছে করবে বিয়ে এই ডিসেম্বর মাসে ।
হঠাৎ শুনলাম আবুল কাকার মেয়েটা নিজ বাড়ীতে নাই,
দারোগাবাবু এলো নদীর পারে লাশটা দেখতে পাই ।
ক্ষত বিক্ষত লাশ, মুখটা থেঁতলানো কাপড় গায়ে নাই,
টেরা মাসুদের অনেক ক্ষমতা সুযোগ পেয়েও ধরছেনা তাই

গুম হয়েছে দক্ষিন পাড়ার করিম চাচার ছেলে ।
চাচা ঘুড়ে,রাস্তায় কাঁদে, বুঝাবে ছেলেকে রাজনীতি আর দিবে না করতে একটু কাছে পেলে ।
তিন দিন ধরে খুঁজা শেষে খবর এলো কানে,
গফুর মাঝি খুঁজে পেয়েছে লাশ কাহার নাহি জানে ।
পচা গলা লাশ, গলাতে ফাঁস, মোটা রশি বাঁধা,
পড়নের জামাটা দেখেই বুঝা যায় যদিও মাখা কাদা ।

(শামীম আহমেদ, ব্যাংকার)

BBS cable ad

সাহিত্য এর আরও খবর: