ফাঁকি দেয়া কর সরকারের তহবিলে ফেরত আনবে এনবিআর
ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য কর ফাঁকি দেয়ার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত সাংবাদ সন্মেলনে এ কথা জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ অর্থ ও সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে এনবিআরের গৃহীত পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে এনবিআরের ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। তবে এ ব্যাপারে হয়তো প্রচার কম। অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে এ ব্যাপারে এনবিআরের কোঅর্ডিনেশন রয়েছে।
তিনি বলেন, ‘আমরা কংক্রিটভাবে এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। যখন এটা দৃশ্যমান হবে, তখন আপনারা সবাই জানতে পারবেন। ফাঁকি দেয়া কর বা লস্ট রেভিনিউ, সেগুলো খুঁজে বের করে সরকারের তহবিলে ফিরিয়ে আনার ব্যাপারে এনবিআর আন্তরিক।’