শিরোনাম

South east bank ad

পেঁয়াজে আরো শুল্ক কমানোর প্রস্তাব

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   এনবিআর

পেঁয়াজে আরো শুল্ক কমানোর প্রস্তাব

দামের লাগাম টানতে পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহারের সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান বরাবর ট্যারিফ কমিশন থেকে পাঠানো চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ৫ সেপ্টেম্বর ট্যারিফ কমিশনের সুপারিশের ভিত্তিতে পেঁয়াজ আমদানিতে আরোপিত সমুদয় নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ নভেম্বর পর্যন্ত প্রত্যাহার করে এনবিআর।

ট্যারিফ কমিশনের চিঠির সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশে অত্যাবশ্যকীয় ভোগ্য পণ্য পেঁয়াজের দামে পুনরায় অস্থিরতা দেখা দিয়েছে। যা সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশে পেঁয়াজের স্থানীয় চাহিদা ২৬-২৭ লাখ মেট্রিক টন। স্থানীয়ভাবে উৎপাদন দ্বারা দেশের চাহিদার ৭৫-৮০ শতাংশ পূরণ করা সম্ভব হয়।

এদিকে পেঁয়াজ রফতানিতে ২০ শতাংশ হারে শুল্কারোপ করেছে ভারত সরকার। দেশে প্রয়োজনীয় চাহিদাপূরণ ও ঊর্ধ্বমুখী বাজারমূল্য নিয়ন্ত্রণের জন্য আমদানি করা পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি করা আবশ্যক হয়ে পেড়েছে। সে কারণে আমদানি ব্যয় হ্রাসের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করা সমীচীন হবে। একই সঙ্গে আমদানি করা পেঁয়াজ স্থানীয় বাজারে প্রবেশের পর বাজার ব্যবস্থাপনায় তা যথাযথভাবে মনিটরিং করার সুপারিশ করেছে ট্যারিফ কমিশন।

খুচরা বাজারে দেশি পেঁয়াজ মানভেদে প্রতিকেজি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। গত কয়েকদিন ধরে পেঁয়াজের দাম বাড়ছে, এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন, বছরের এই সময়ে সরবরাহ স্বাভাবিকের চেয়ে কম থাকায় বেড়েছে পেঁয়াজের দাম।

BBS cable ad