বিলে গেল কমলি শাক তুলতে, পরদিন মিলল যুবকের মরদেহ
মশিউর রহমান কাউসার (গৌরীপুর):
ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় বল্লা বিল থেকে রবিবার (১১ জুলাই) দুপুরে এমদাদ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে গৌরীপুর থানার পুলিশ। নিহত যুবক এ উপজেলার সিধলা ইউনিয়নের গোহালাকান্দা গ্রামের আলী হোসেনের ছেলে।
নিহত যুবকের পরিবারের লোকজন জানান, এমদাদ শনিবার দুপুরে কলমি শাক তুলতে স্থানীয় বল্লা বিলে গিয়েছিলেন। এরপর তিনি আর বাড়িতে ফেরেনি। পরদিন তার মরদেহের সন্ধান পান উল্লেখিত বিলে।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, নিহত যুবক সাঁতার জানতেন না। ধারনা করা হচ্ছে পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে।