শিরোনাম

South east bank ad

সিএমপির ডাবলমুরিং মডেল থানার অভিযানে পুলিশ পরিচয়ে অপহরণের চেষ্টা, চক্রের ০৪ সদস্য গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

 প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

কে এম রুবেল (চট্টগ্রাম):

০৯ জুলাই, ২০২১ খ্রী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডাবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন, পিপিএম (বার) এর নেতৃত্বে ডাবলমুরিং থানার টিম থানা এলাকার মেম গলি এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করে ও ভিকটিম মোঃ জাহেদকে উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের নারী সদস্য রূপা প্রেমের ফাঁদ পেতে মানুষকে বাসায় ডেকে আনে। বাকিরা মিলে তাকে জিম্মি করে বাসায় ফোন দেয়। এরপর ওই ব্যক্তিকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক করা হয়েছে মর্মে হুমকি দিয়ে চাদা দাবি করা হয়। বিকাশে টাকা না পাঠালে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেয়। একই কায়দায় গতকাল সকালে বাসায় ডেকে নেওয়া হয় ভিকটিম মোঃ জাহেদকে। কিন্তু বাসায় ভিকটিমের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা পালানোর চেষ্টা করে। পরে ডাবলমুরিং থানার পুলিশএসে তাদের গ্রেফতার করে ও ভিকটিমকে উদ্ধার করে।

গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে নগরীর ডাবলমুরিং মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: