চট্টগ্রামে চুরি হওয়া মালামালসহ ২ আসামিকে আটক করেছে আকবরশাহ্ থানা পুলিশ
চট্টগ্রামের আকবরশাহ্ থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ চুরির ঘটনায় রহস্য উদঘাটনসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় চুরি হওয়া একটি মোবাইল ফোন সেট ও ২টি ট্যাব উদ্ধার করেছে পুলিশ ।
গত শনিবার ১০ জুলাই ২০২১ইং তারিখ আকবরশাহ থানার আকবরশাহ কাঁচা বাজার এলাকার আকবরশাহ মাজার ১নং রোডের হোল্ডিং নং-৪০৯৫/ডি বাসার ভেতর ঢুকে অজ্ঞাতনামা চোর প্রবেশ করে ১টি SAMSUNG Galaxy-S8+ যার মূল্য ৭৪ হাজার টাকা, ১টি SAMSUNG Galaxy-A6 (Tab) যার মূল্য ১৫ হাজার টাকা, ১টি HP ব্রান্ডের লেপটপ যার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা, ১টি SAMSUNG Galaxy-E (Tab) যার মূল্য ২০ হাজার টাকা, সব মিলিয়ে ২ লাখ ২৯ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে নিহার সুলতানা (৪৩) আকবরশাহ থানায় এজাহার দায়ের করেন।
পরবর্তীতে আকবরশাহ থানা পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত শনিবার ১০ জুলাই ২০২১ইং তারিখ রাত সাড়ে ১০ টার সময় খুলশী থানাধীন টিকেট প্রিন্টিং কলোনীর রেলওয়ে নিরাপত্তা বিভাগের রুবেল শেখের ভাড়াঘর থেকে ওই চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিনকী বেগম (২৬) ও পাখি আক্তারকে (১৯) আটক করে পুলিশ। আটক করা আসামিদের কাছ থেকে ঘটনার সংশ্লিষ্ট আলামত হিসেবে ১টি মোবাইল ফোন সেট, ২টি ট্যাব উদ্ধার করে জব্দ করা হয়।
আটক আসামিরা মামলার ঘটনার তারিখ ও সময়ে বাদিনির বাসার দরজা খোলা পেয়ে বাসার ভেতরে প্রবেশ করে মামলায় উল্লেখিত মালামালসমূহ চুরি করে। আটক করা ব্যক্তিরা পেশাদার চোর। আসামিরা একইভাবে চট্টগ্রাম শহরের বিভিন্ন বাসা-বাড়িতে বিভিন্ন ছদ্মবেশে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়ে আসছে।