ধোবাউড়ায় পৃথক স্থানে দুটি লাশ উদ্ধার
ফয়সাল আহম্মেদ (ধোবাউড়া):
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পৃথক স্থান থেকে বৃদ্ধ সহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে গামারিতলা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রাম থেকে হৃদয় আহম্মেদ (১৫)নামে এক কিশোর ও পোড়াকান্দলিয়া ইউনিয়নে কংশ নদী থেকে হাছেন আলী শিকদার (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ স্থানীয়দের বরাত দিয়ে জানান,গামারিতলা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে বাড়ির পাশে আম গাছে হৃদয় আহম্মেদের ঝুলন্ত লাশ দেখে তার ফুফু পুলিশকে জানায়,পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত হৃদয় আহম্মেদ গ্রামের নুজরুল ইসলামের ছেলে।ছোটকালেই হৃদয়ের মা মারা যায় এবং বাবা নজরুল ইসলাম আরেকটি বিয়ে করে।তাই হৃদয় তার ফুফুর কাছেই থাকতো। তিনি আরো জানান, একই উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নে কংশ নদী এক বৃদ্ধের ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। নিহত হাছেন আলী শিকদার ফুলপুর উপজেলার সলঙ্গা গ্রামের বলে পরিচয় পাওয়া গেছে।
লাশ দুটি ময়নাতন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।