মাদারীপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় বিট পুলিশিং স্টিকার ও পথসভা অব্যাহত
এসএম আরাফাত হাসান (মাদারীপুর) :
মাদারীপুর জেলার সকল উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ম বিট পুলিশিং কার্যক্রম করার লক্ষে পথ সভার মাধ্যমে বিভিন্ন বাসা-বাড়ীর গেইটে বিট পুলিশিং স্টীকার লাগিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার ধারাবাহিকতায় আজ সদর থানাধীন রাস্তি ইউনিয়ন এলাকায় বিট পুলিশিং কার্যক্রম আরো বেগবান করার লক্ষে পথ সভার মাধ্যমে বিভিন্ন বাসা-বাড়ীর গেইটে বিট পুলিশিং স্টীকার লাগিয়ে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করেন মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম-বার)। এসময় আরো উপস্থিত ছিলেন চাইলাউ মারমা, অতিঃ পুলিশ সুপার(ডিএসবি), এহসানুর রহমান ভূইয়া, অতিঃ পুলিশ সুপার(সদর সার্কেল), তারেক আমান বান্না, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ),মোঃ কামরুল ইসলাম মিয়া অফিসার ইনচার্জ সদর থানাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।