পাবনা হাসপাতাল থেকে অসাধু চক্র গ্রেফতার
রনি ইমরান (পাবনা):
পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে অসাধু চক্রের সদস্যদের গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার হাসপাতালে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়,এই অসাধু চক্র নিজেদের স্বার্থে হাসপাতালে রোগীদের বিভ্রান্ত করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ব্যবসা করছিল।এমন খবর পেয়ে বৃহস্পতিবার পাবনা জেলা গোয়েন্দা শাখার একটি দল পাবনা সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে। হাসপাতালে অক্সিজেনের সংকট আছে এই কথা প্রচার করে রোগীদের বিভ্রান্ত করা ও বেশী মূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছিল এ অসাধু চক্রের সদস্যরা। তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পাবনা পৌরসভার শালগারিয়া এলাকার মাসুদুর রহমান, কাজী আকাশ,আফজাল হোসেন ও জীবন। এদের দুইজনকে নির্বাহী মেজিস্ট্রেট ১ মাস ও অপর দুইজনকে ১৫ দিনের সাজা দেন এবং তাদের থেকে ১৪ টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করা হয়। পুলিশ জানায়,করোনাকালীন সংকটকালে কেউ হাসপাতালের পরিবেশ নষ্ট করে ব্যবসা করতে চাইলে তাদের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান চলমান থাকবে।