শিরোনাম

South east bank ad

পুলিশ কনস্টেবল কে অন্যরকম বিদায়

 প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

২৫ বছর চাকরি জীবন শেষে স্বেচ্ছায় অবসর নেয়া পুলিশ কনস্টেবল মো. আব্দুল অদুদ খানকে বিরল সম্মান দিয়ে বাড়ি পৌঁছে দিয়েছেন নারায়ণগঞ্জ পুুলিশ। সারাজীবন পুলিশ ভ্যানের পেছনে দায়িত্ব পালন করেছেন। এবার চাকরি জীবনের বিদায়ের শেষ দিনে পুলিশ ভ্যানকে সুসজ্জিত করে কর্মকর্তার আসনে বসিয়ে স্যালুট দিয়ে অদুদকে বাড়ি পৌঁছে দিয়েছেন নারায়ণগঞ্জ বন্দর থানার ওসি। একজন কনেস্টবলকে এভাবে বিরল সম্মান দেয়ায় পুলিশ পরিবারসহ নেটিজনদের প্রশংসায় ভাসছেন ওই পুলিশ কর্মকর্তা।

নারায়ণগঞ্জ পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে চাকরির শেষদিনে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কনস্টেবল মো. আব্দুল অদুদ খানকে বন্দর থানায় নিয়ে যাওয়া হয়। সেই সময়ও তিনি জানতেন না তার মত একজন কনস্টেবলকে এভাবে সম্মান দিবেন থানার ওসি। গিয়ে দেখেন ওসি দীপক চন্দ্র সাহা তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য একটি পুুলিশ ভ্যানকে সুসজ্জিত করেছেন। গাড়িতে কর্মকর্তাদের আসনে বসিয়ে তাকে স্যালুটও দেন ওসিসহ অন্যরা। চাকরি জীবনের বিদায়ের শেষ দিনে এভাবে সম্মান পেয়ে সবাইকে স্যালুট দেন কনস্টেবল অদুদও। বিদায়কালে রিবল সম্মান পেয়ে তার চোখে ভেসে উঠে আনন্দাশ্রু।

আবেগ আপ্লুত কনস্টেবল আব্দুল অদুদ বলেন, ‘পুলিশ সদস্য হয়ে বিদায়বেলায় বন্দর থানার ওসি স্যারের এ ধরনের সম্মানজনক সংবর্ধনা পেয়ে গর্বিত। পরিবারের সদস্য ছাড়াও প্রতিবেশীদের কাছে নিজেকে একজন সফল পুলিশ সদস্য হিসেবে প্রমাণ করতে পেরে ওসি স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ বন্দর ওসি দীপক চন্দ্র সাহা আজ শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২৫ বছর পুলিশ জীবনে সার্ভিস দিয়েছেন তিনি। বিদায় বেলা এতটুকু সম্মানে তার মনটা খুশিতে ভরে গেছে। এটা করতে পেরে আমিও মানসিক শান্তি পেয়েছি।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: