শিরোনাম

South east bank ad

কেরানীগঞ্জে খেয়াঘাটের মাঝিদের সঙ্গে সচেতনতামূলক বিট পুলিশিং সভা

 প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

ঈদুল আযহা উপলক্ষে খেয়াঘাটের মাঝিদের সঙ্গে সচেতনতামূলক বিট পুলিশিং সভা করেছে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার সময় কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজ সংলগ্ন নদীর তীরবর্তী স্হানে যাত্রী পারাপারে নিয়োজিত কেরানীগঞ্জের বিভিন্ন খেয়া ঘাটের মাঝি এবং ঘাটের ইজারাদারদের নিয়ে সচেতনতামূলক বিট পুলিশিং সভা করেছে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ।
এ সভায় কেরানীগঞ্জ মডেল থানার অফিসার-ইন-চার্জ আবু ছালাম মিয়া (পিপিএম) বলেন, "করোনা মহামারিকালে আপনাদের সেবায় সার্বক্ষণিক কাজ করছে পুলিশ। ঢাকা জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার (বিপিএম, পিপিএম)-এর নির্দেশনায় জনসন্তুষ্টি বিধানে সর্বদা অবিচল থাকবে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ।"
তিনি আরও বলেন, "যাত্রী পারাপারের সময় অবশ্যই সচেতন থাকতে হবে, লঞ্চ থেকে যাত্রী উঠানামা করিয়ে অহেতুক দুর্ঘটনার শিকার হওয়া যাবে না। মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে নিজের সুরক্ষার জন্য, নিজের পরিবারের সুরক্ষার জন্য। "
আইনগত সেবা পাওয়ার জন্য নিঃসংকোচে যেকোন সময় ওসির কাছে আসার জন্য আহ্বান জানান আবু ছালাম (পিপিএম)। পরিশেষে ওসি আবু ছালাম উপস্থিত সবার মধ্যে মাস্ক বিতরন করেন এবং সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান। এ সভায় আরও বক্তব্য দেন দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: