ডাকাতির প্রস্তুতিকালে মানিকগঞ্জের সিংগাইরে ৩ ডাকাত আটক
মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার ১৫ জুলাই গভীর রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর পুরাতন পাওয়ার প্ল্যান্ট থেকে তাদের আটক করা হয়। আটক করা আসামিরা হলো উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের মৃত আছর উদ্দিন ওরফে আসালতের ছেলে ফালু ওরফে ফালান (৩৮), বলধারা ইউনিয়নের পারিল খোয়ামুড়ি গ্রামের সোনা মিয়ার ছেলে মহিদুর রহমান ওরফে শামীম (২৭), জার্মিত্তা ইউনিয়নের ডিগ্রীর চর (দায়রা পাড়া) গ্রামের মৃত আনছার আলীর ছেলে আসলাম মিয়া (৪২)।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরুর ট্রাক ও গৃহে ডাকাতির জন্য প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদ পেয়ে মানিকগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বে এসআই আব্দুর রহিম, আলমগীর হোসেন ও তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান পরিচালনা করে ৩ ডাকাতকে আটক করা হয়। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত ১টি চাইনিজ কোড়াল, ১ টি রামদা, ১ টি কাঠের হকিস্টিক ও ১ টি লম্বা লোহার রড উদ্ধার করে থানা পুলিশ।
আটক করা আসামিদের প্রস্তুতি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। এরা প্রত্যেকেই এলাকার চিহ্নিত ডাকাত। এদের বিরুদ্ধে সিংগাইর থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে ।