শিরোনাম

South east bank ad

ভালুকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকের ধাক্কায় পথচারী নিহত, আহত ২

 প্রকাশ: ২২ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

জাহিদুল ইসলাম খান (ভালুকা):

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের একব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার (২১ জুলাই) ঈদের রাতে উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে লাবিব কারখানা সংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুঘটনাটি ঘটে।

ওইসময় দুর্ঘটনা কবলিত হয়ে মোটরসাইকেল আরোহী ঢাকা রামপুরার নজরুল ইসলামের ছেলে দিদার(৪০) ও শেরপুর নালিতাবাড়ির জমির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

হাইওয়ে ফাঁড়ি পুলিশের ইন্সপেক্টর মো. মশিউর রহমান জানান, 'নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয় কয়েকজন জানিয়েছে যে, লোকটি কিছুটা মানুষিক ভারসাম্যহীন। রাত বিরাতে মহাসড়কের আশেপাশে ঘুরাঘুরি করতো। '

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, 'ঘটনার সময় সিলেট থেকে একটি মটরসাইকেল ময়মনসিংহের হালয়াঘাট যাচ্ছিলো। এসময় ওই লোকটি রাস্তা পারাপাড় হতে চাইলে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে একজন অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তি নিহত ও ২জন গুরুতর আহত হয়েছেন।'

BBS cable ad

থানার কথা এর আরও খবর: