শিরোনাম

South east bank ad

নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

আব্দুল্লাহ হেল বাকী (নওগাঁ):

নওগাঁর ধামইরহাটের শ্রীনদী থেকে ৫০ বছর বয়সের এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার দুপুরে উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত ধুরইল গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শ্রীনদীর ধুরইল ব্রীজের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকবাসি জানান, ওইদিন সকালে নদীতে উজান থেকে একটি মরদেহ ভাসতে থাকে। থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেন। লাশের গলায় দড়ি এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে।

ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল বলেন, পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়।

এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, উদ্বারকৃত লাশটি হিন্দু সম্প্রদায়ের ছিল। লাশের ময়না তদন্ত শেষে তাকে সংকার করা হয়েছে। শ্রী নদীর উৎপত্তিস্থল ভারতে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: