শিরোনাম

South east bank ad

ফুলবাড়িয়ায় ছিনিয়ে নেয়া হত্যা মামলার আসামী ৫ ঘন্টা পর হ্যান্ডকাপসহ উদ্ধার

 প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া):

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বিড়ালশাখ বুইদ্দা গ্রামে শনিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিজানুর রহমান ভুট্রো (৪৫) কে আটকের পর এলাকাবাসী পুলিশের সাথে ধস্তাধস্তি করে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়। সাড়ে ৫ ঘন্টা পুলিশী অভিযান ও পুটিজানা ইউপি চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রয়েলের মধ্যস্ততায় ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেনের কাছে হস্তান্তর করা হয় তাকে। আসামী ছিনিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি।

পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিজানুর রহমান ভুট্রোকে গ্রেফতার করার জন্য পুলিশের সোর্সকে সাথে নিয়ে থানার এস আই এ.এইচ.এম মোকতাদেরুল হাসান সিভিল পোশাকে আসামী গ্রেফতার করতে যান। মিজানুর রহমানকে বাড়ীর দক্ষিণের পুকুরপাড় হতে গ্রেফতার করে হাতকড়া পড়ালে পুকুরে লাফ দেয় মিজান। এ সময় মিজানের বাম পা ভেঙ্গে যায়। খবরপেয়ে এলাকাবাসী পুলিশের সাথে ধস্তাধস্তি করে হ্যান্ডকাপসহ আসামী ছিনিয়ে নিয়ে যায়। এ খবর থানায় পৌঁছামাত্র ওসি মোল্লা জাকির হোসেনের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। ৫ ঘন্টা পুলিশী অভিযান শেষে রাত সাড়ে ১০ টার দিকে দুই চেয়ারম্যানের মধ্যস্ততায় ছিনিয়ে নেয়া আসামীকে হ্যান্ডকাপসহ ওসির কাছে হস্তান্তর করা হয়।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: