শিরোনাম

South east bank ad

মুকসুদপুরে বিভিন্ন অভিযোগে গ্রেফতার ১২

 প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

মেহের মামুন (গোপালগঞ্জ):

গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ তাদের নিয়মিত অভিযানে গত ২৪ ঘন্টায় ১২ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ইয়াবাসহ মাদক মামলায় ১জন, নিয়মিত মামলায় ১ জন, গ্রেফতারি পরোয়না মুলে ৪ জন এবং জুয়া আইনে ৬ জন আটক হয়েছে। গ্রেফতারের পরে থানার আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, পুলিশের নিয়মিত টহল ও অভিযান কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি নুরুল ইসলাম নয়া মিয়ার ছেলে আশরাফুল আলম রেন্টু (৩৫)কে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়। অপরদিকে মুকসুদপুর থানার নিয়মিত মামলা ( নং ১৪/২১) এর প্রধান আসামী রাজৈর থানার কালিয়া গ্রামের সাইদ আলী মোল্যার ছেলে আউয়াল মোল্যা (৩২) গ্রেফতার করে।

এছাড়া আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা মুলে দিগনগরের বরইহাটি গ্রামের সেজেনুর শেখ (২৭), খান্দারপাড়া গ্রামের সেন্টু মোল্যা (৪২) ও তার ভাই ঝন্টু মোল্যা (৩৯), বাশিবাড়ীয়া গ্রামের খায়ের মুন্সীর ছেলে নাইম মুন্সী (৩০) গ্রেফতার করা হয়।

অপরাদিকে জুয়াখেলার অপরাধে অভিাযান চালিয়ে দিগনগরের বরইহাট থেকে হাসমত শেখের ছেলে সাগর শেখ (২৭), আবুল শেখের ছেলে জাবুল্লাহ শেখ(২৬), জলিল শেখের ছেলে পাপন শেখ (৩৪), নুর হোসেন শেখের ছেলে আকরাম শেখ (৩৫), মান্নান মোল্যার ছেলে মতিয়ার মোল্যা (৩৮) এবং রাজৈরের নুর ইসলামের ছেলে সোহল আকন্দকে (৩৯) গ্রেফতার করেছে।

থানার ওসি আবুবকর মিয়া আরও জানিয়েছেন, এটা তাদের চলমান কার্যক্রম। পুলিশ বাহিনীর আইজি, ডিআইজি মহোদয়ের নির্দেশনা মোতাবেক অন্যান্য সকল অপরাধ নিয়ন্ত্রনের পাশাপাশি এলাকাকে মাদক ও জুয়া মুক্ত করার দৃড় অঙ্গিকারে মুকসুদপুর থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে ।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: