এনএসইউ-গ্রামীণফোনের উদ্যোগে ক্যাম্পাস টাউন হল উদ্বোধন
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং গ্রামীণফোন যৌথভাবে ‘জিপি একাডেমি : ক্যাম্পাস টাউন হল’ উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রোভিসি অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান মার্কেটিং অফিসার এবং এনএসইউর প্রাক্তন ছাত্র সাজ্জাদ হাসিব, গ্রামীণফোনের সোশ্যাল ইমপ্যাক্টের প্রধান ফারহানা ইসলাম এবং গ্রামীণফোন একাডেমির প্রোগ্রাম লিড ফারহানা হোসেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খসরু মিয়া।