শিরোনাম

South east bank ad

১ ডিসেম্বর নগরবাসীর কথা শুনতে ফেসবুক লাইভে আসছেন মেয়র আতিকুল ইসলাম

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো নগরবাসীর কথা শুনবেন এবং তাদের প্রয়োজন, মতামত মাথায় রেখেই নগরের উন্নয়ন করবেন, সাজাবেন সবার ঢাকা। সে প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার নগরবাসীর মুখোমুখি হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এক ঘণ্টা ফেসবুক লাইভে থাকবেন তিনি।

জনতার মুখোমুখি নগরসেবক এই হ্যাশট্যাগ অনুসরণ করে নগরবাসী সরাসরি কথা বলতে পারবেন মেয়র আতিকুল ইসলামের সঙ্গে।

‘‘নগর পরিকল্পনা ও পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই আমি জনতার মুখোমুখি হচ্ছি,’’ বলেন আতিকুল ইসলাম।

এসময় মেয়র নগরীর বিভিন্ন সমস্যা, সমাধানের উপায়, নগরীর বিভিন্ন বিষয়ে পরিকল্পনা ও পরিচালনা সম্পর্কে সরাসরি কথা বলবেন।

জনতার সঙ্গে মেয়রের প্রশ্নোত্তরের সংযোগ ঘটাতে সঞ্চালক হিসেবে থাকবেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস।

নগরবাসী তাদের প্রশ্ন, মন্তব্য এবং মতামত লাইভ অনুষ্ঠানে যেমন দিতে পারবেন তেমনি আগেও করে রাখতে পারবেন, ডিএনসিসির অফিশিয়াল ফেইসবুক পেইজ facebook.com/dncc.gov.bd এবং মেয়রের অফিসিয়াল ফেসবুক পেজ facebook.com/atiqfordhaka এ কর্মসূচি সংক্রান্ত পোস্টে।

কমেন্ট বক্সে #জনতার মুখোমুখি নগরসেবক লিখে প্রশ্ন, মন্তব্য এবং মতামত লিখতে হবে।

এক ঘণ্টার লাইভ অনুষ্ঠানটি তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে মেয়র আতিকুল ইসলাম ডিএনসিসিকে ঘিরে তার বিভিন্ন পরিকল্পনার কথা নগরবাসীকে জানাবেন। দ্বিতীয় ভাগে নগরবাসীর প্রশ্ন, মন্তব্য ও মতামতের উত্তর দেবেন। এবং শেষ অংশে সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পাবেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, এ কর্মসূচির লক্ষ্য একটাই- ‘‘সবাই মিলে গড়বো সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা।’’

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: