৪৬ হাজার এলইডি লাইট বসছে উত্তর সিটির রাস্তায়
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রাস্তায় এলইডি লাইট স্থাপন প্রকল্পের আওতায় আগামী ডিসেম্বরের মধ্যে ৩৬৯ কোটি টাকা ব্যয়ে ৪৬ হাজার ৪১০টি এলইডি লাইট স্থাপন করা হবে। শুক্রবার (১ জানুয়ারী) আগারগাঁওয়ের আইএবি মিলনায়নে প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এবং ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইলসাম বলেন, ‘ঢাকা শহরে অনেক সমস্যা ছিল, এখনো আছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করলে ঢাকাকে দৃষ্টিনন্দন করা সম্ভব। এ জন্য নগরের প্রত্যেককে সচেতন হতে হবে। এই এলইডি লাইট স্থাপনে ডিএনসিসি এলাকা উজ্জল আলোয় আলোকিত হবে। এই কাজের সঙ্গে জড়িত হতে পেরে আমি আনন্দিত।’
এলইডি লাইট স্থাপনে সহযোগিতা করায় স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘৪৬ হাজার লাইট ইউরোপ থেকে আনা হয়েছে। বুয়েটের বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে দেখা হয়েছে, এসব বাতির আলো চোখের সমস্যা করবে না।’
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদসহ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডিএনসিসিরি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।