এপেক্স ফুটওয়্যারের নিট মুনাফা কমেছে ২৩ শতাংশ

চামড়া খাতের তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ২৩ শতাংশ। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ।
আর্থিক প্রতিবেদন অনুসারে ২০২৪-২৫ হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩ কোটি ৫৫ লাখ টাকা। যেখানে এর আগের হিসাব বছরে নিট মুনাফা হয়েছিল ১৭ কোটি ৬৪ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৬২ পয়সা, যা এর আগের হিসাব বছরে ছিল ১১ টাকা ২২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩৬ টাকা ৬৮ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল এপেক্স ফুটওয়্যারের পর্ষদ। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭৪ টাকা ৩৭ পয়সায়।
১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এপেক্স ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৫ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩০৩ কোটি ৩০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫৭ লাখ ২২ হাজার ৪৩৭। এর মধ্যে ৩১ দশমিক ৫৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া ২৭ দশমিক ৪৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪১ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের ইপিএস হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৬৪ পয়সা।
২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল এপেক্স ফুটওয়্যার। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৯২ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৫২ টাকা ৯৫ পয়সায়।
এপেক্স ফুটওয়্যারের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল)।
সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও শেয়ার দরের ভিত্তিতে এপেক্স ফুটওয়্যারের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ২০ দশমিক ৪৫, হালনাগাদ প্রান্তিক ইপিএসের ভিত্তিতে যা ৩৮ দশমিক ৬৮।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এপেক্স ফুটওয়্যারের শেয়ার সর্বশেষ ২২৯ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৮৮ থেকে ২৬০ টাকার মধ্যে ওঠানামা করেছে।