বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের সঙ্গে চুক্তি করল ইউনাইটেড ফাইন্যান্স

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউনাইটেড ফাইন্যান্স। এ উপলক্ষে গতকাল আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের পরিচালক মোহাম্মদ নাজমুল হক ও ইউনাইটেড ফাইন্যান্সের এমডি মোহাম্মদ রফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের নির্বাহী পরিচালক মো. শওকতুল আলম এবং ইউনাইটেড ফাইন্যান্সের এসএমই ও নারী উদ্যোক্তা অর্থায়ন প্রধান সুদীপ সাহা, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ও বিজনেস প্রধান জেসন অনিক পাণ্ডে, ট্রেজারি প্রধান সিরাজুল ইসলামসহ প্রমুখ।