South east bank ad

আইপিওর ৬৫ কোটি টাকা ব্যয় নিয়ে নিরীক্ষকের আপত্তি

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আইপিওর ৬৫ কোটি টাকা ব্যয় নিয়ে নিরীক্ষকের আপত্তি
 

লুব-রেফ (বাংলাদেশ) পিএলসি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থের ৪১ কোটি ৭৩ লাখ টাকা ভূমি ও ভূমি উন্নয়ন খাতে অতিরিক্ত ব্যয় করেছে। এছাড়া কোম্পানিটি চলতি মূলধন খাতে ২৩ কোটি ৪৩ লাখ টাকা অনুমোদন ছাড়াই ব্যয় করেছে। নিয়ম লঙ্ঘন করে ৬৫ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ের বিষয়টি কোম্পানিটির নিরীক্ষক ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্টের প্রতিবেদনে উঠে এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাজে জমা দেয়া প্রতিবেদনের মাধ্যমে নিরীক্ষক জানিয়েছে, এ বছরের ৩০ জুন শেষে লুব-রেফ আইপিও থেকে সংগৃহীত অর্থের মধ্যে ভূমি ও ভূমি উন্নয়ন খাতে ব্যয় করেছে ৪৯ কোটি ৬১ লাখ ২৮ হাজার টাকা। কিন্তু আইপিও-সংক্রান্ত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ খাতে ৭ কোটি ৮৮ লাখ ১ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। অর্থাৎ এ খাতে অনুমোদনের চেয়ে ৪১ কোটি ৭৩ লাখ ১৫ হাজার টাকা অতিরিক্ত ব্যয় করেছে কোম্পানিটি, যা অনুমোদিত আইপিও তহবিল ব্যয় পরিকল্পনার বড় ধরনের লঙ্ঘন।

এছাড়া কোম্পানিটি গত বছরের ১ মে থেকে এ বছরের ৩০ জুন পর্যন্ত চলতি মূলধন খাতে আইপিওর ২৩ কোটি ৪৩ লাখ ৬ হাজার টাকা ব্যয় করেছে, যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতিপত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যদিও গত বছরের ১৬ এপ্রিল সম্মতির জন্য কমিশনের কাছে আবেদন করে কোম্পানিটি। তবে এ আবেদনে এখনো সম্মতি দেয়া হয়নি।

লুব-রেফ ৩ কোটি ১ লাখ ৩৬ হাজার টাকার বেশি ব্যয় করেছে বিভিন্ন খাতে, যা চলতি মূলধনের সংজ্ঞার মধ্যে পড়ে না। এছাড়া ১৫ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের পূর্ণাঙ্গ নথিপত্র নিরীক্ষকের নিকট জমা দিতে পারেনি কোম্পানিটি। যার মধ্যে ১ কোটি ২৫ লাখ ৮৮ হাজার টাকার বেশি ভ্যাট ও কর চালানের কপি রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল লুব-রেফ। এ বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানিট মোট ব্যয় করেছে ১৩৬ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার টাকা। এখনো সুদ বাদে কোম্পানিটির অব্যবহৃত অর্থ রয়েছে প্রায় ১৩ কোটি ১০ লাখ ২৬ হাজার টাকা।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) লুব-রেফের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৮ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৪৭ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে লুব-রেফের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৪ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৪১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ৪২ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: