মধুমতি ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ-বিষয়ক কর্মশালা

মধুমতি ব্যাংক পিএলসির উদ্যোগে ‘বাণিজ্যভিত্তিক ও ক্রেডিট-ব্যাকড মানি লন্ডারিং প্রতিরোধ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ঢাকায় ব্যাংকের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমডি ও সিইও মো. সফিউল আজম।
বিশেষ অতিথি ছিলেন এএমডি শাহনেওয়াজ চৌধুরী এবং ডিএমডি ও ক্যামেলকো আরব ফজলুর রহমান। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক-১ ড. মো. রায়হানুল ইসলাম ও যুগ্ম পরিচালক মো. জয়নুল আবেদীন কর্মশালায় সেশন পরিচালনা করেন।
এ সময় ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং প্রধান কার্যালয়ের বিভাগগুলোর প্রধান ও নির্বাহীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।