ডিজিটালের পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে এজিএম করবে ওয়ালটন

প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পর্ষদ ১৯তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড পদ্ধতিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কোম্পানিটির এজিএম শুধু ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে ২৮ অক্টোবর, বেলা ১১টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। যেখানে শেয়ারহোল্ডাররা সশরীরে কুর্মিটোলা গলফ ক্লাবে কিংবা ডিজিটাল প্লাটফর্মে অংশ নিতে পারবেন। এজিএমে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ঘোষিত ১৭৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে ওয়ালটন হাই-টেকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৪ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৪ টাকা ৭৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯৯ টাকা ৭৪ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ৩৫০ শতাংশ ও উদ্যোক্তা পরিচালকদের ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৪ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৫ টাকা ৮৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭৯ টাকা ৩০ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ৩০০ ও উদ্যোক্তা পরিচালকদের ৯০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওয়ালটন। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ টাকা ৮৪ পয়সা।