South east bank ad

দেশের প্রথম সোশ্যাল বন্ড ইস্যুর অনুমোদন পেল ব্র্যাক ব্যাংক

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

দেশের প্রথম সোশ্যাল বন্ড ইস্যুর অনুমোদন পেল ব্র্যাক ব্যাংক

র্যাক ব্যাংক পিএলসিকে দেশের প্রথম সোশ্যাল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংক। ১ হাজার কোটি টাকা মূল্যমানের এ বন্ডের নাম ‘ব্র্যাক ব্যাংক সোশ্যাল সাব-অর্ডিনেটেড বন্ড’। এর ফলে ব্যাংকটির টিয়ার-টু ক্যাপিটাল আরো শক্তিশালী হবে, যা দেশের সিএমএসএমই, নারী উদ্যোক্তা, কৃষি, খাদ্যনিরাপত্তা, সাশ্রয়ী আবাসন এবং স্বাস্থ্যসেবা ও স্যানিটেশনের মতো জরুরি সেবা খাতগুলোর অর্থায়ন সুবিধা সহজ করবে।

আইসিএমএর সোশ্যাল বন্ড প্রিন্সিপালস ২০২৫ অনুযায়ী প্রণীত, ব্র্যাক ব্যাংক সোশ্যাল বন্ড ফ্রেমওয়ার্ককে আন্তর্জাতিক সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস একটি সেকেন্ড পার্টি অপিনিয়নের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে। এটিও বাংলাদেশে প্রথম। এ উদ্যোগ ব্র্যাক ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিস চর্চার প্রতিফলন। এ পদক্ষেপ টেকসই অর্থায়নে ব্যাংকটির নেতৃত্বস্থানকে আরো সুদৃঢ় করেছে।

উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক ২০২৪ সালের ব্লুমবার্গ ইএসজি রেটিংয়ে বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবিলিটি রেটিংয়ে ধারাবাহিকভাবে পঞ্চম বছরের মতো দেশের টপ সাসটেইনেবল ব্যাংকের স্বীকৃতি পেয়েছে। এছাড়া ২০২৫ সালের গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডসে ‘সাসটেইনেবল এসএমই ফাইন্যান্সিয়ার অব দ্য ইয়ার–এশিয়া’ সম্মাননা অর্জন করেছে। বর্তমানে ব্যাংকটির মোট ঋণ পোর্টফোলিওর ৮২ শতাংশ টেকসই অর্থায়ন খাতে বিনিয়োগ করা আছে।

বন্ড ইস্যু প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘বাংলাদেশের প্রথম সোশ্যাল সাব-অর্ডিনেটেড বন্ড আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ বন্ড দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের ক্ষমতায়ন, নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রা ত্বরান্বিত ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা ও আবাসন খাতকে আরো সহজ করবে, যা দেশের পুঁজিবাজারে টেকসই উদ্ভাবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: