আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি ও দ্য ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি করপোরেট হেলথ চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও ডিএমডি মো. নুরূল হুদা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও মাহমুদা আক্তারসহ সংশ্লিষ্ট নির্বাহী ও ইবনে সিনা ট্রাস্টের ঊর্ধ্বতন প্রতিনিধিরা। এ চুক্তির আওতায় আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ইবনে সিনা ট্রাস্ট থেকে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।