শিরোনাম

South east bank ad

এফবিসিসিআই’র প্রেসিডেন্ট এর নিকট ২০১৬ সালের স্পোর্টস ট্যুরিজম-এর পরিকল্পনা উপস্থাপন

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   এফবিসিসিআই

এফবিসিসিআই’র প্রেসিডেন্ট এর নিকট ২০১৬ সালের স্পোর্টস ট্যুরিজম-এর পরিকল্পনা উপস্থাপন
গতকাল এফবিসিসিআই স্পোর্টস ট্যুরিজম কোর কমিটি এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদের সঙ্গে এক সভায় মিলিত হয়। সভায় এফবিসিসিআই স্পোর্টস ট্যুরিজম কোর কমিটি এফবিসিসিআই’র প্রেসিডেন্টকে ২০১৬ সালের স্পোর্টস ট্যুরিজম-এর পরিকল্পনা উপস্থাপন করে। এফবিসিসিআই এর প্রেসিডেন্ট স্পোর্টস ট্যুরিজম এর বর্ষ পরিকল্পনার উপর আরও কিছু সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান এবং স্পোর্টস ট্যুরিজমকে আরও গতিশীল করার নির্দেশ দেন। এর পাশাপাশি এফবিসিসিআই এবং ৬৪ জেলার চেম্বারদের সার্বিক সহযোগিতার আশ^াস দেন। প্রেসিডেন্ট এফবিসিসিআই স্পোর্টস ট্যুরিজম কোর কমিটির কাজ এর ভূয়সী প্রশংসা করেন এবং স্পোর্টস ট্যুরিজমকে বাংলাদেশে জনপ্রিয় করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কোর কমিটিকে ধন্যবাদ জানান। সভায় উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট খবির উদ্দীন আহমেদ, সদস্য সন্তোষ কুমার দে, ড. অনুপম হোসেন, মোহাম্মদ আল ফয়সাল, ইরফান আহমেদ, মো. সজীবুল-আল-রাজীব, মো. আব্দুল্লাহ আল কাফী, মো. বোরহান উদ্দীন প্রমুখ।
BBS cable ad

এফবিসিসিআই এর আরও খবর: