বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট, ও অগ্নিকান্ডের ঘটনায় ইউপি চেয়ারম্যান আটক
নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ) :
হবিগঞ্জের নবীগঞ্জে আলোচিত পানিউমন্দা নোয়াগাঁও গ্রামে সংঘটিত নারকীয় তান্ডব ও অগ্নিকান্ডের ঘটনায় মামলার প্রধান আসামী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ জুন) বিকেলে হবিগঞ্জের বৈদ্যের বাজার থেকে হবিগঞ্জ ডিবি পুলিশ ও নবীগঞ্জ থানা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সকালে পুর্ব শক্রতার জের ধরে উপজেলার গজনাইপুর ইউপির সাতাইহাল ৬ মৌজার লোকজন প্রায় ৩ কিঃ মিঃ দুরে অবস্থিত পানিউন্দা ইউপির নোয়াগাঁও রুক্ষারহাওর পাড়ের মানুষদের বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট,অগ্নিকান্ডসহ নারকীয় তান্ডব চালানো হয়। এতে ১৫টি বাড়িঘর পুড়ে ছাই হয়। লুটপাট করে নেয়া হয় গরু, ছাগল, হাসঁ মোরগসহ বিপুল পরিমান ধান ও আসবাবপত্র। ক্ষতিগ্রস্থ হয় প্রায় কোটি টাকা। এ ঘটনার পর থেকে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্থ পরিবার।
এ লোমহর্ষক ঘটনায় মঙ্গলবার (১লা জুন) নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে জামাল হোসাইন বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় গজনাইপুর ইউপির বহিস্কৃত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমদসহ ৪৭ জনের নাম উল্লেখ করে এবং আরও দুই হাজার জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন । গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।