শিরোনাম

South east bank ad

মুকসুদপুরে সাজা প্রাপ্ত নারী আসামীসহ গ্রেফতার ৩

 প্রকাশ: ০৩ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

মেহের মামুন (গোপালগঞ্জ) :

গোপালগঞ্জের মুকসুদপুরে ১ বছরের সাজা প্রাপ্ত আসামী খোদেজা বেগম (৬০) সহ জিআর মামলার আসামী ও সি আর মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে কাশিয়ানি উপজেলার রামদিয়া থেকে সিআর মামলা ৬২০/১৯ একটি মামলায় ১ বছরের সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খোদেজা বেগম মুকসুদপুর উপজেলার পাথরাইল গ্রামের মৃতঃ ইছরাফিল সিকদারের স্ত্রী । এছাড়াও জি আর মামলার আসামী চরপ্রসন্নদী গ্রামের লাবলু শেখের ছেলে সুজন শেখকে রাঘধী ইউনিয়নের চরপ্রসন্নদী থেকে তাকে গ্রেফতার করা হয়। এবং সি আর মামলার আসামী দক্ষিন জলিরপাড়ের জিতেন শিকদারের ছেলে প্রদিপ শিকদারকে জলিরপাড় থেকে গ্রেফতার করা হয়।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার নির্দেশে এস আই গোবিন্দ লাল দে, এ এসআই আব্দুস সামাদের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, মুকসুদপুর থানায় প্রতারনা মামলায় সাজা প্রাপ্ত আসামী খোদেজা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সে কাশিয়ানী উপজেলার রামদিয়ায় তার এক আত্মিয়ের বাড়িতে রয়েছে মর্মে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জি আর ও সি আর মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের গোপালগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: