চকবাজার থানার অভিযানে ০৩টি ছোরা ও ১টি চাপাতি সহ গ্রেফতার ৪
কে এম রুবেল ( চট্টগ্রাম) : গত ২৬/০৬/২০২১ তারিখ এসআই মোঃ মারুফ বিন আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় স্পেশাল-২৩ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানাধীন হারেছ শাহ মাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৩টি ছোরা ও ১টি চাপাতি সহ মোঃ আরিফ @ কামরুল(২৩), মোঃ ইমতিয়াজ হোসেন বাপ্পি(২৫), রিমন নাথ(২৫) ও শহীদুর রহমান(২৫) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা ঘটনাস্থলে ছোরা ও চাপাতি নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চকবাজার থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।