মাধবপুরে পিকআপ ভ্যান ও সি এন জির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শেখ জাহান রনি (মাধবপুর):
হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান ও সি এন জির মুখোমুখি সংঘর্ষে মোঃআবুল কালাম (৫৫)নামে একজন এর মৃত্যু হয়েছে।নিহত মোঃআবুল কালাম উপজেলার ২ নং চৌমুহনী ইউ/পির পূর্ব হরিনকলা গ্রামের বাসিন্দা।ঘটনা সম্পর্কে খোজ নিলে মনতলা পুলিশ ফাঁড়ির এস আই মোঃকাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, ২৮ জুন সোমবার বিকালে মোঃআবুল কালাম মাধবপুরে বাজার সদরে যাওয়ার জন্য সি এন জি যোগে যাচ্ছিলেন।মনতলা পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা প্রান আর এফ এল এর(ঢাকা মেট্রো-অ১১-৩৮০৭)একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘ্র্ষ হয়।এতে গুরুতর আহত অবস্থায় মোঃআবুল কালাম কে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরন করা হলে কর্তব্যরত চিকিৎসক মোঃরোকন উদ্দিন উজ্জ্বল তাকে মৃত ঘোষনা করেন।এই ব্যাপারে মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃআব্দুর রাজ্জাক বলেন,সি এন জি ও পিকআপ ভ্যান মুখোমুখি সংঘ্র্ষ হয়ে একজনের মৃত্যু হয়েছে।ঘাতক পিকআপ ভ্যানকে মনতলা পুলিশ ফাঁড়িতে আটক করা হয়েছে।