বাগেরহাটে বিয়ের প্রলোভন দিয়ে ১ বছর ধরে ধর্ষণ: থানায় মামলা
নইন আবু নাঈম (বাগেরহাট):
বাগেরহাটের কচুয়া উপজেলার উত্তর মাধবকাঠী গ্রামের ১৮ বছরের এক মেয়েকে ১ বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী নিজাম শেখের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী মেয়ের পিতা বাদি হয়ে মঙ্গলবার (৬ জুলাই) কচুয়া থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত নিজাম উত্তর মাধবকাঠী গ্রামের আলতাফ শেখের ছেলে।
ধর্ষণের শিকার মেয়েটি জানান, দেড় বছর আগে প্রতিবেশী নিজাম শেখের সাথে তার সম্পর্ক হয়। সম্পর্কের এক পর্যায়ে সে আমাকে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিতে থাকে। আমি কোন ভাবেই তার কু-প্রস্তাবে রাজি হয়নি। প্রায় ১ বছর পূর্বে সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তি পরিত্যক্ত ঘরে ,কখনো ঘেরের বাসায় সে আমার সাথে একাধিকবার শারিরিক সম্পর্ক করে। আমি তাকে বিয়ের কথা বললে সে কাল ক্ষেপন করতে থাকে। গত ০২ জুলাই রাতে আমি প্রকৃতির ডাকে বাইরে বের হলে সে আমাকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তি কাঠের ঘরে নিয়ে যায় ও আমাকে জোর পূর্বক ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়রা দেখে ফেললে বিষয়টি আমার পরিবারকে জানায়। পরবর্তীতে আমার পিতাসহ স্থানীয়রা আসামী নিজাম শেখকে বিয়ের কথা বললে সে বিয়ে করবে না বলে জানায়। বিষয়টি এলাকায় জানা জানি হলে লোক লজ্জার ভয়ে এলাকায় মুখ দেখাতে পারছি না। তার সাথে ঘটে ঘটনার সঠিক বিচার দাবি করেন ধর্ষণের শিকার এই মেয়েটি।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, ঘর্ষনের ঘটনায় ভুক্তভোগির পিতা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে দ্রুত গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ।