নীলফামারী জেলাজুড়ে পুলিশের তৎপরতা অব্যাহত
বুধবার চলমান লকডাউনের ৭ম দিনে নীলফামারী জেলা পুলিশের কার্যক্রম সমূহ নীলফামারী থানাঃ চেকপোস্ট-০১, চেকপোস্ট-০২, ডোমার থানাঃ ডোমার বাজার, চেকপোস্ট নং-০৯ কিশোরগঞ্জ থানাঃ চেকপোস্ট নং-১৮, জলঢাকা থানাঃ চেকপোস্ট নং-১৭, জলঢাকা বাজার, চিলাহাটি তদন্ত কেন্দ্রঃ চিলাহাটি বাজার,বোতল গঞ্জ বাজার,বোর্ডবাজার,গোসাই গঞ্জ ও কাজিরহাট বাজার, মীরগঞ্জ তদন্ত কেন্দ্রঃ মীরগঞ্জ বাজার, ডিমলা থানাঃ চেকপোস্ট নং-০৮ ও ডিমলা বাজারসহ জেলাজুড়ে পুলিশের তৎপরতা অব্যাহত।