শিরোনাম

South east bank ad

মাদারীপুরে দুই স্কুলছাত্রী ধর্ষণ মামলায় দুইজন গ্রেফতার

 প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

এসএম আরাফাত হাসান (মাদারীপুর) :

মাদারীপুরের কালকিনিতে আলাদা ঘটনায় দুই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানায় চিকিৎসক। আসামী দুইজন গ্রেফতারের পরে নির্যাতিতা দুটি পরিবারকে মিমাংসার জন্য স্থানীয়ভাবে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ স্বজনদের। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। মামলা হলে অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বজনরা জানায়, বিয়ের করার সুবাধে স্ত্রী-সন্তান নিয়ে মাদারীপুরের কালকিনিতে বসবাস শুরু করে চট্টগ্রামের বাঁশখালি থানার গুনাগরি গ্রামের আবুল খায়েরের ছেলে নুরুল আফছার সাদ্দাম (৫৫)। গত ২৯ জুন রাতে ৬ষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীকে ঘরে একা পেয়ে সাদ্দাম মুখ চেপে ধরে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। এ ঘটনায় প্রথমে এলাকার মাদবরদের কাছে জানালে বিভিন্ন কারনে তারা ঘুরাতে থাকে। সমাধান করে দেয়ার কথা বলে এক সপ্তাহের বেশি আটকে রাখে তারা। এ বিষয়ে কোন কার্যকর পদক্ষেপ নেয়নি কেউ। পরে বাধ্য হয়ে মঙ্গলবার (০৬ জুলাই) থানায় দারস্ত হয় মেয়েটির পরিবার।

এদিকে সোমবার সকালে (০৫ জুলাই) কালকিনি উপজেলার ডাসারে মা-বাবা কৃষি কাজের জন্য বাড়ির বাইরে গেলে ঘরে প্রবেশ করে একই এলাকার দিপক তালুকদার (২৫)। ঘুমন্ত অবস্থায় ৮ম শ্রেণির স্কুলছাত্রীকে মুখ চেপে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় অভিযুক্ত দিপক। পরে নির্যাতিতাকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। আলাদা দুটি ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

৮ম শ্রেণির নির্যাতিতার বাবা জানায়, দিপক আমার মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।

ধর্ষনের শিকার ৬ষ্ঠ শ্রেণির বাবা জানায়, এলাকার মাদবররা এ বিষয়ে সমাধান করে দেয়ার কথা বলে টালবাহানা করে। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করতে বাধ্য হই। একপর্যায়ে সুষ্ঠু বিচার পেতে মামলা করি।

মাদারীপুর সদর হাসপাতালের গাইনি চিকিৎসক ড. মাহাবুবা সুলতানা জানান, ভিকটিম দুইজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার শরীরে দুইদিন ধরে জ¦র দেখা দিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে অপর শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, আলাদা দুটি ধর্ষণ ঘটনায় দুটি মামলা হয়েছে। অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। দুটি মামলায় দুইজন আসামী। অন্যকোন আসামী না থাকায় শিগগিরই মামলার চার্জশিট আদালতে দেয়া সম্ভব হবে।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: