শিরোনাম

South east bank ad

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):

রাজবাড়ী জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের কালার দোয়ার ব্রীজের এলাকা থেকে ৬০০ (ছয়শত) পিছ ইয়াবা ট্যাবলেট সহ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১,৮০,০০০/ টাকা) ।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, বাগমারা দক্ষিণ পাড়া গ্রামের মোসা মিয়ার ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪২) ও একই গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ সাইদুল মিয়া (২৫)।

জানা গেছে রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর সার্বিক দিক নির্দেশনায় রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষ্যে ডিবি’র ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে ৭জুলাই দুপুর দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই/ নিজাম উদ্দিন, এএসআই/ আঃ সামাদ, এএসআই/মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ বাগমারা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

রাজবাড়ী ডিবি’র ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানিয়েছেন গ্রেফতারকৃত ১নং আসামি সিরাজুল ইসলামের নামে (এক) টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আরো বলেন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: