ফরিদপুর ডিবি পুলিশের অভিযানে গাঁজার গাছ, ইয়াবা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার
জাকির হোসেন (সালথা):
ফরিদপুর ডিবি পুলিশের অভিযানে গাঁজার গাছ, ইয়াবা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জুলাই) ফরিদপুর পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ, ফরিদপুর এর একটি টিম কোতয়ালী থানাধীন চরকমলাপুরে মৃত বশির আহম্মেদ এর ০১ তলা বাসভবনে আসামী সাফায়েত আহম্মেদ(৩২), পিতা-মৃত বশির আহম্মেদ, মাতা-নাসরিন আক্তার, সাং-চরকমলাপুর, সৈয়দ আদনান হোসেন অনু(৩৬), পিতা-সৈয়দ মোজাম্মেল হোসেন, মাতা-নুরুন্নাহার, সাং-উত্তর সাদীপুর বায়তুল আমান, তানজিলা আক্তার ফুল(২২), পিতা-সৈয়দ ওবায়দুর রহমান, মাতা-তাহেরা বেগম, সাং-কুঠিবাড়ী কমলাপুর(ডিআইবি বটতলা), সর্বথানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদেরকে সাদা পলিথিনে মোড়ানো ০২ পিস হালকা কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট, ০২ পিস গলিত ইয়াবা ট্যাবলেট এর অংশ বিশেষ, ফয়েল পেপার পিস্তল সদৃশ গ্যাস লাইটার এবং বিছানার নিচে গাঁজার কলকে, গাঁজা কাটার কাটারী, ২০ ইঞ্চি পাইপের মাথায় ০৬ ইঞ্চি চাকু, ০১ টি ম্যাকগাইভার হাতুড়ি (লম্বা ০৫ ইঞ্চি), কাঠের বাটসহ কাটারি দা(২৭ ইঞ্চি লম্বা)সহ গ্রেফতার করা হয়।
উক্ত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানার মামলা নং-২৬ তারিখ-০৯/০৭/২০২১ খ্রিঃ, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/১৮(ক)/১৬ মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ফরিদপুর জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।