কালকিনিতে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান কাজী সবুজ গাঁজাসহ গ্রেফতার
এসএম আরাফাত হাসান (মাদারীপুর) :
মাদারীপুরের কালকিনিতে একটি হত্যা চেষ্টা মামলায় কাজী সবুজ-(৪০) নামে এক ইউপি চেয়ারম্যানকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বিকালে পলাতক অবস্থায় ফরিদপুর জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। কাজী সবুজ উপজেলার ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
পুলিশ সুত্রে জানাগেছে, গত সোমবার দুপুরে উপজেলার ডাসার এলাকার দর্শনা বাজার কমিটির সাধারন সম্পাদক মানিক সোমকে ইউপি চেয়ারম্যান কাজী সবুজের নেতৃত্বে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মানিক সোমের স্ত্রী সীমা রায় বাদী হয়ে ইউপি চেয়ারম্যান কাজী সবুজকে প্রধান আসামী করে ৪ জনের নামে উপজেলার ডাসার থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এ মামলায় কাজী সবুজকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে কিছু গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, হত্যাচেষ্টা মামলায় সবুজকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে কিছু গাঁজাও পাওয়া গেছে।