শিরোনাম

South east bank ad

ঠাকুরগাঁওয়ে জমির ঝামেলায় মহিলাকে মারধর,৯৯৯'এ ফোন দিয়ে উদ্ধার

 প্রকাশ: ১০ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

ফরিদুল ইসলাম রঞ্জু (ঠাকুরগাঁও):

ঠাকুরগাঁওয়ে জমির ঝামেলায় এক মহিলাকে মারধর করা হয়েছে। এসময় ৯৯৯'এ ফোন দিলে পুলিশ এসে উদ্ধার করে আহত সেই মহিলাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মাদ্রাসা,ক্লিনিক পাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে তহিদুল(২৮) জানান,ক্রয় সূত্রে তারা সেই এলাকার ১৫ শতক জমির মালিক।কিন্তু একই এলাকার চিয়ারু মোহাম্মদের ছেলে ওয়াজেদ আলী সেই জমি জোর করে ভোগ-দখলের চেষ্টা করে আসছে।কিছুদিন আগে ওয়াজেদ সেই জমিতে বেছন ফেলে।তহিদুল জমিতে গিয়ে তাকে মানা করে আসে জমিতে যেনো আর কিছু না করে।কিন্তু ওয়াজেদ আলী কথা না শুনে আবার সেখানে রোপা গাড়ে।শনিবার তহিদুল ও তার মা তহুরা বেগম(৪৫) জমিতে গিয়ে কেন রোপা গেড়েছে জিজ্ঞাসা করলে তাদের সেখানে অবরুদ্ধ করে রাখে।পরে সন্ধ্যা ৬ টার দিকে ওয়াজেদের নেতৃত্বে আইনুল, আলম,পাহাচান,শুকুর,খমিরুল সহ ১৫/২০ জন তহুরা ও তার ছেলে তহিদুলকে লোহার রড,লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে।এই অবস্থায় ৯৯৯'এ ফোন দিলে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে তহুরাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
তহিদুল জানান,তারা এব্যাপারে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান,তিনি বিষয়টি জানেন।লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: