রাঙ্গামাটিতে টিম লংগদুর অভিযানে আসামি আটক
রাঙ্গামাটির লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিনের নেতৃত্বে শনিবার টিম লংগদু একটি অভিযান পরিচালনা করে।
এ অভিযানে থানার কালাপাকুজ্জ্যা ইউনিয়ন পরিষদের মুসলিমপুর এলাকা থেকে এজাহারনামীয় ২ জন আসামিকে আটক করা হয়। যা লংগদু থানার মামলা নং-০১, তাং-০৮/০৭/২০২১ইং মামলার এজাহারনামীয় আসামি মো. হানিফ ও আসামি মো. নুর নবী নামে তাদের পিতা : রাজ্জাক মিয়া, গ্রাম : মুসলিমপুর, কালাপাকুজ্জ্যা ইউপি, থানা : লংগদু, জেলা : রাঙ্গামাটি তাদেরকে আটক করে আদালতে পাঠানো হয়।