নরসিংদী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আবু তালেব ও রবিউল ইসলাম রবি গ্রেফতার
মঙ্গলবার (২৭ জুলাই ২০২১খ্রিঃ) নরসিংদী মডেল থানা পুলিশের একটি টিম শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী আবু তালেব(৩৬) ও রবিউল ইসলাম @ রবি (৩৪) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী আবু তালেব এর নামে নরসিংদী মডেল থানায় ডাকাতি ও মাদকসহ মোট ৪টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত অপর আসামী রবিউল ইসলাম এর নামে নরসিংদী মডেল থানায় দস্যুতা, মারামারি, মাদকসহ ৯টি এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টিসহ মোট ১০টি মামলা রয়েছে।