বাগেরহাটে ডোবা থেকে ১০ বছরের শিশুর হাত পা বাধা লাশ উদ্ধার
এস এম সামছুর রহমান (বাগেরহাট):
বাগেরহাটের মোরেলগঞ্জে লিমন মোল্লা(১০) নামে এক শিশুর হাত, পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে শিশুটির মরদেহ তার বাড়ির অদূরে একটি ডোবায় পাওয়া যায়। নিহত লিমন মোল্লা দোনা গ্রামের ব্যবসায়ী ইমন মোল্লার ছেলে। সে স্থানীয় এপি কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিল।
এ বিষয়ে লিমনের পিতা ইমন মোল্লা বলেন, পূর্ব শত্রুতার কারনে পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। লিমন সন্ধ্যা ৬ টার দিকে নিখোঁজ হয়৷ এরপর তাকে অনেক খোঁজাখুজির পর রাত ১০ টার দিকে নিজ বাড়ির পাশের ডোবায় হাত পা বাধা অবস্থায় পাওয়া যায়। দ্রুত মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, নিহত শিশুটির লাশ থানায় নেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেস্টা চলছে।