সহকর্মীকে ব্যতিক্রমী বিদায়ী সংবর্ধনা দিয়েছে ঘিওর থানা পুলিশ
ঘিওর থানায় এক পুলিশ সদস্যকে ব্যতিক্রমী বিদায়ী সংবর্ধনা দিয়েছে সহকর্মীরা। গতকাল রোববার দুপুরে কনস্টেবল মো. মতিয়ার রহমান এর হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন সহকর্মীরা। এরপর তাকে একটি সুসজ্জিত গাড়িতে গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার দেওখোলা গ্রামে পাঠানো হয়। বিদায়ের মুহূর্তে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।
১৯৮৩ সালে পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন তিনি। তিনি দীর্ঘ প্রায় ৩৮ বছর বিভিন্ন থানায় দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ২ বছর ১০ মাস ৪ দিন ঘিওর থানায় কর্মরত ছিলেন মো. মতিয়ার রহমান। চাকরির শেষ দিন তাঁর সম্মানে দুপুরে থানায় কর্মরত সকল পুলিশ সদস্যরা একসঙ্গে তাকে বিদায় শুভেচ্ছা জানান এবং তার হাতে উপহার সামগ্রী তুলে দেন। পরে বাড়িতে পৌঁছে দেওয়া হয় তাকে। প্রবীণ এই পুলিশ সদস্যের চাকরিজীবনের শেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ এই আয়োজন করা হয়।
পুলিশ কনস্টেবল মো. মতিয়ার রহমান বলেন, চাকরির জীবনে এই বিদায়ী সংবর্ধনা আমার সারা জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।
একই দিনে উপপরিদর্শক আব্দুল্লাহ আল হাসিব ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বদলি হন।