রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে মোবাইল ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটছে
রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে মোবাইল ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটছে। অনেকেই মোবাইল থেকে ফেসবুক বা ইন্টারনেট সেবা সঠিক গতিতে পাচ্ছেন না।
৪জির জায়গা ২জি বা ৩জি সেবায় মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে।
শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় মোদীবিরোধী সংঘর্ষ এবং পরে চট্টগ্রামসহ কয়েক স্থানে সংঘর্ষের পরই মূলত এই সমস্যা দেখা যায়।
অনেকেই ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন। কেউ কেউ মেসেঞ্জারও ব্যবহার করতে পারছিলেন না। ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার ফলে এসব সম্যা হচ্ছে।
তবে এ বিষয়ে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কারও অনানুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।