বাণিজ্য মন্ত্রণালয়ের পরিদর্শক দল নামছে বাজার মনিটরিংয়ে
বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি টিম শনিবার (২৪ এপ্রিল) ঢাকার কয়েকটি বাজার মনিটরিং এবং টিসিবির ট্রাক সেল কার্যক্রম পরিদর্শন করবে। শুক্রবার (২৩ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (আইআইটি) এএইচএম সফিকুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০ টায় কাওরান বাজার ও সকাল ১১ টায় বনশ্রী কাঁচা বাজার পরিদর্শন করবে বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের টিম।